ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

RAB-5, রাজশাহী কর্তৃক, বিদেশি পিস্তল,ওয়ান শুটার গান, ম্যাগাজিন এবং গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক।

ফাইল ছবি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  RAB-5 , রাজশাহীর সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের, একটি অপারেশন দল গত ২৩ আগস্ট ২০২২ ইং তারিখ রাত ১১:০০ ঘটিকায়  চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৩নং ওয়ার্ডের মহানন্দা ব্রীজের টোল প্লাজার দক্ষিন পাশের সড়ক ও জনপদ অফিস গামী পাঁকা রাস্তার উপর  একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, বিদেশি পিস্তল-০১টি, ওয়ান শুটার গান-০১টি,  ম্যাগাজিন-০২টি, গুলি-০৫ রাউন্ড এবং মোবাইল ফোন-০১টি সহ আসামী মোঃ আল আমিন (৩০) পিতা- মোঃ আকালু, মাতা- মোসাঃ চেমেলী @ চামেলী বেগম, গ্রাম- চাঁপাইমহেশপুর, ইউপি-গোবরাতলা, থানা ও জেলা – চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার  করে।   ধৃত শীর্ষ  অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

বান্দরবানকে স্মার্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

RAB-5, রাজশাহী কর্তৃক, বিদেশি পিস্তল,ওয়ান শুটার গান, ম্যাগাজিন এবং গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক।

আপডেট সময় ০৬:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  RAB-5 , রাজশাহীর সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের, একটি অপারেশন দল গত ২৩ আগস্ট ২০২২ ইং তারিখ রাত ১১:০০ ঘটিকায়  চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৩নং ওয়ার্ডের মহানন্দা ব্রীজের টোল প্লাজার দক্ষিন পাশের সড়ক ও জনপদ অফিস গামী পাঁকা রাস্তার উপর  একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, বিদেশি পিস্তল-০১টি, ওয়ান শুটার গান-০১টি,  ম্যাগাজিন-০২টি, গুলি-০৫ রাউন্ড এবং মোবাইল ফোন-০১টি সহ আসামী মোঃ আল আমিন (৩০) পিতা- মোঃ আকালু, মাতা- মোসাঃ চেমেলী @ চামেলী বেগম, গ্রাম- চাঁপাইমহেশপুর, ইউপি-গোবরাতলা, থানা ও জেলা – চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার  করে।   ধৃত শীর্ষ  অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।