ঢাকার সাভার উপজেলার আশুলিয়া প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশ প্রেম, মানবতা ও গণমানুষের কল্যাণের জন্য কাজ করা একঝাঁক তরুন সাংবাদিকদের নিয়ে ২০০৫ইং সালে গঠিত হয়েছিল আশুলিয়া প্রেসক্লাব। যা অদ্যাবধি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আশুলিয়া থানার সন্নিকটে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে অবস্থিত ছিল।
কিন্তু বর্তমানে ঢাকা ইপিজেড-আব্দুল্লাহপুর মহাসড়কে এলিভেটর এক্সপ্রেস কাজ চলমান থাকায় আশুলিয়া প্রেসক্লাব স্বাভাবিক ভাবে পরিচালনা করতে কিছুটা বিঘ্ন ঘটছে । তাই ক্লাবের ভবিষ্যৎ চিন্তা করে সকল সাংবাদিকদের প্রানের দাবির প্রেক্ষিতে আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি সময়ের প্রয়োজনে সর্ব সম্মতিক্রমে নতুন স্থানে আশুলিয়া প্রেসক্লাব স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪ইং) বেলা ১২ টার সময় নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় শাহরিয়ার গার্মেন্টসের পশ্চিম পাশে আশুলিয়া প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা ও সদস্য সচিব সোহেল রানার উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বর্তমানে আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিক বান্ধব নেতৃত্ব ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আশুলিয়া প্রেসক্লাবের সকল সদস্যদের একটি অনিশ্চিত অবস্থা থেকে সুনিশ্চিত ব্যবস্থার জন্য ক্লাবের প্রত্যেক সদস্যের মাঝে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আশুলিয়া প্রেসক্লাবের বর্তমান নেতৃত্বকে তাদের সকল কার্যক্রম গুলোকে স্বাগত জানিয়ে ক্লাবের সদস্যরা জানান, আগামীতে ক্লাব ও সদস্যদের মানোন্নয়নের জন্য সামনের দিকে এগিয়ে যেতে এই কমিটির নেতৃত্বকে সব ধরনের সহায়তা করতে আমরা সবসময় প্রস্তুত আছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ওবায়দুর রহমান লিটন, সোহেল রানা জয়, ইউসুফ হোসেন, ফায়জুল ইসলাম, হুমায়ন কবির, মোঃ ইয়াছিন, হাসান ভূইয়া, রুদ্র, জাহাঙ্গীর আলম সাগর, আল-মামুন খান, কামরুল হোসেন রুবেল’সহ আশুলিয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।