all-in-one-wp-security-and-firewall
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/nababani/public_html/wp-includes/functions.php on line 6114গত (২৭ সেপ্টেম্বর) চট্রগ্রাম দুদকের বিভাগীয় র্কাযলয়ে পরিচালক বরাবর লোকমানের বিরুদ্ধে আওয়ামী লীগে'র দলীয় পরিচয় ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে এর মধ্যে জমি দখল, চাদাবাজী, নিয়োগ বানিজ্য, টেন্ডার বাণিজ্য , ইয়াবা ব্যবসা, বেট ৩৬৫ ওয়েব সাইট খুলে অনলাইনে জুয়ার ব্যবসা, হুন্ডি ব্যবসা, ঘুষ বাণিজ্য, অর্থ পাচার সহ এমন কোন অবৈধ কাজ নেই যেখানে মো. লোকমানের বিচরন নেই, দুর্নীতি ও অনিয়ম নিয়ে অভিযোগটি দেন ইফতাখার আলম মাহমুদ, জানা গেছে (২৭ সেপ্টেম্বর) দুদকে অভিযোগ দেওয়ার বিষয়টি জানাজানি হয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। মো: লােকমান , পিতা- মৃত রহমত আলী, মাতা- নাবিয়া বেগম, গ্রাম- মীর পাড়া, গোমদন্ডী, থানা- বোয়ালখালী, জেলা- চট্রগ্রাম, মোঃ লোকমান বেআইনী ও দূর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত ভাবে প্রায় তিনশত থেকে চারশত কোটি টাকার মালিক হয়ে যান এই লোকমান। তাহার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের মধ্যে রয়েছে প্রায় অর্ধ কোটি টাকার Toyota Premio Car, যাহার নং- চট্ট-মেট্রো-চ-১২-৭৪৫০, গ্রামের বাড়ীতে তিন তলা বিল্ডিং, বোয়ালখালী সি.ও অফিস রয়েছে ৯ (নয়) তলা আবাসিক ভবন, যাহার বাজার মূল্য প্রায় ১৫ (পনের) কোটি টাকা, কস্তুরী হোটেল নামে একটি হোটেল। সি.ও অফিসে একটি দোতলা ভবন, মীর পাড়াতে ২টা প্লট যাহার বর্তমান মূল্য এক কোটি, রাসেল আবাসিক এলাকা বোয়ালখালী আমতলে রয়েছে প্রায় ৮০ কোটি টাকার জায়গা, BET 365 ওয়েব সাইট খুলে জুয়ার ব্যবসায় কাজের জন্য ল্যাপটপ আছে প্রায় ৩০০ টা, স্বর্ণের বার আছে প্রায় ৫০টি, AB Bank, One Bank, NCC Bank, Islami Bank সহ বহু সংখ্যক ব্যাংকে আছে তাহার FDR প্রায় ৫০ কোটি টাকা। এছাড়াও রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত বহু সম্পদ। এই লোকমানের বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ সরকার এবং মাননীয় স্বরাষ্ট্র সচিব বরাবরে একাধিক বার লিখিত অভিযোগ দেওয়ার পরও মোঃ লোকমানের ফ্যাসিবাদ সরকারের দলীয় প্রভাবের কারণে তাহার অপরাধ আমলে নেয় নাই, অপরাধের কোনো তদন্ত হয় নাই। এছাড়াও বিগত ২১ শে আগষ্ট ২০২৪ ইং তারিখ “দৈনিক মানব জমিন পত্রিকায়” “রাতারাতি বিএনপি হয়ে গেলেন আওয়ামী লীগ নেতা” শিরোনামে মোঃ লোকমানের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও অনৈতিক বেআইনী কর্মকান্ডের বিষয়ে একটি নিউজ ছাপানো হয় এবং ১৯ শে আগষ্ট ২০২৪ ইং তারিখ “দৈনিক পূর্বদেশ পত্রিকায়" রাতারাতি বনে গেলেন বিএনপি নেতা” শিরোনামে মোঃ লোকমান এর অবৈধ সম্পদ ও বেআইনী কর্মকান্ডের রিপোর্ট ছাপা হয়। মাদক ব্যবসার মাধ্যমেও বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে দুদকে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়।