ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় নিহত জাবি শিক্ষার্থী রাচির গায়েবি জানাজা অনুষ্ঠিত

ব্যাটারিচালিত অটো রিক্সার ধাক্কায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচির গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ নভেম্বর) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক এ. কে. এম রাশিদুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. এম মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আব্দুর রবসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা নিহতের আত্নার মাগফেরাত কামনা করেন।

 

জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেওয়া ৮ দফাকে খুব গুরুত্বের সাথে দেখছে। আমাদেরকে এ বিষয়ে চাপ দেওয়ার কিছু নেই, আমরা নিজেরাই চাপ অনুভব করছি।

এই দাবী গুলো পুরোনে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু করা সম্ভব সেটুকু আমরা করার চেষ্টা করছি। আমরা এটি বলতে পারি যে, এ বিষয়ে আমাদের সদিচ্ছা রয়েছে।”

 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনের রাস্তা পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের (ডেইরি গেইট) দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত অটো রিক্সা রাচিকে চাপা দেয়।

 

আহত অবস্থায় তৎক্ষণাৎ তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগের শাকিল বিএনপির যুবদল নেতা

সড়ক দুর্ঘটনায় নিহত জাবি শিক্ষার্থী রাচির গায়েবি জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ব্যাটারিচালিত অটো রিক্সার ধাক্কায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচির গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ নভেম্বর) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক এ. কে. এম রাশিদুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. এম মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আব্দুর রবসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা নিহতের আত্নার মাগফেরাত কামনা করেন।

 

জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেওয়া ৮ দফাকে খুব গুরুত্বের সাথে দেখছে। আমাদেরকে এ বিষয়ে চাপ দেওয়ার কিছু নেই, আমরা নিজেরাই চাপ অনুভব করছি।

এই দাবী গুলো পুরোনে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু করা সম্ভব সেটুকু আমরা করার চেষ্টা করছি। আমরা এটি বলতে পারি যে, এ বিষয়ে আমাদের সদিচ্ছা রয়েছে।”

 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনের রাস্তা পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের (ডেইরি গেইট) দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত অটো রিক্সা রাচিকে চাপা দেয়।

 

আহত অবস্থায় তৎক্ষণাৎ তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।