৬ নভেম্বর বুধবার বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয় কাহালু থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শন উপলক্ষে কাহালু থানায় পৌঁছালে কাহালু থানা পুলিশের পক্ষ থেকে সহকারি পুলিশ সুপার, নন্দীগ্রাম সার্কেল পুলিশ সুপার, বগুড়া মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান । পরবর্তীতে কাহালু থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, টিএ বিল, সরকারি গাড়ি ব্যবহার, নিয়ম মেনে পোশাক পরিধান করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিষ্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিষ্কার রাখা সহ থানায় পতিত অনাবাদি জমিতে নিয়মিতভাবে শাকসবজি চাষ করার নির্দেশনা প্রদান করেন।
তিনি থানা আঙ্গিনায় ০৩ টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে জনাব মোঃ ওমর আলী, সহকারী পুলিশ সুপার, নন্দীগ্রাম সার্কেল, অফিসার ইনচার্জ'সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।