সাভারের আশুলিয়ায় তরুণ আলেম সমাজের উদ্যোগে বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) পবিত্র জীবন কর্ম শীর্ষক সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
তরুন আলেম সমাজ আশুলিয়া সাভারের মজলিসে সূরার আয়োজনে প্রথমবারের মত এই সিরাত কনফারেন্সের সার্বিক সহযোগিতায় ছিল অত্র এলাকার স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজ।
গত বৃহস্পতিবার আয়োজিত এই সিরাত কনফারেন্সে রাসূলুল্লাহ (সাঃ) অবমাননা করার শাস্তি ও উমার করনীয়, বিশ্ব নবীর আদর্শে আমাদের যুব সমাজ , সমাজ বিনির্মাণের বিশ্ব নবীর ভূমিকা, মানব জীবনে সীরাতের গুরুত্ব ও বিশ্ব নবীর জন্ম শৈশব নবুওয়াত লাভ সহ বিশ্ব নবীর জীবনীর তাৎপর্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
তেলাওয়াতের মাধ্যমে কোরআন পাঠ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রখ্যাত ক্বারী মাওলানা ইনআমুল হাসান মাহমুদী, শূরা সদস্য, তরুণ আলেম সমাজ আশুলিয়া সাভার। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, শাইখুল হাদিস মুফতি আহমেদ জহিরী হাফি।
অন্যান্য অতিথিদের মধ্যে আরো আলোচনা করে, মাওলানা ইয়াহ্ইয়া তাকী, মাওলানা মাহমুদুল কবির মুনির, মুফতি নুরুল ইসলাম নুর মুফতি আবুল ফাতাহ আলমগীর হোসাইন।