উজানের পানি ও ভারী বর্ষণে ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশ। বিশেষত সর্বশেষ হালুয়াঘাট, ধোবাউড়ায় ময়মনসিংহ জেলার মানুষ এই বন্যায় অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের অসংখ্য মানুষ ও সংগঠন। পিছিয়ে নেই দাতব্য সংস্থাগুলোও। এমনই একটি সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন'। শুকনো খাবার, বিশুদ্ধ পানি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এছাড়াও উদ্ধার ও ত্রাণ তৎপরতায় প্রশংসনীয় ভূমিকা পালন করে চলছে সংস্থাটি।
শুক্রবার (১১ই অক্টবর) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট, ধোবাউড়ায় 'আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন’ ময়মনসিংহ জেলা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ শুরু করেন ।
ত্রাণ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ হৃদয় হোসাইন সাধারণ সম্পাদক এছাড়া মোঃ ইয়াসিন আরাফাত, সভাপতি, মোঃ শাওন আহমেদ, সহ-সভাপতি মোঃ আবু হানিফ,সহ -সভাপতি, মোঃ খালিদ হাসান,সাংগঠনিক সম্পাদক, মোঃ সাদেকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ আলী হোসেন,সহ-সাধারণ সম্পাদক, মোঃ ফরহাদ মিয়া,প্রচার সম্পাদক,আঃ মোতালেব,দপ্তর সম্পাদক,মাহমুদুল হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ শাহীন শেখ,অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ সুমন মিয়া,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ নিয়োজিত ছিলেন।