আজ ২৯শে সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কতৃপক্ষ কতৃক প্রেরিত সীতাকুন্ড-সন্দ্বীপ ফেরীঘাট স্থাপনের সাইট সিলেকশানের জন্য বিশেষজ্ঞ কমিটি সীতাকুন্ডস্থ কুমিরা ঘাট পরিদর্শন করেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের একটি প্রতিনিধি দল কমিটির সদস্যদেরকে স্বাগত জানান এবং সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়ে তার প্রেরিত বার্তা পাঠ করে শোনান সন্দ্বীপ থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জনাব জামসেদুর রহমান। বার্তায় তিনি বলেন, “সন্দ্বীপের মানুষ বহু বছর বিআইডাব্লিওটিসি ও জেলা পরিষদের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার কাছে জিম্মি ছিলো। সেই সময় এখন নেই, আমরা স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে একটা নতুন সময়ের সূচনা করেছি। আমাদের দাবী, সন্দ্বীপের মানুষের নদী পারাপারের টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাচাই বাছাই করে ফেরী পারাপারের জন্য উপযুক্ত স্থান নির্ধারন করবেন এবং সেটার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করবেন। আমি, মিজানুর রহমান ভুইঁয়া এবং আমার সংগঠন বিএনপি ও এর অংগসংগঠনের নেতা কর্মীরা এই বিষয়ে সর্বাত্বক সহযোগীতা করবো। আশা করি, আপনাদের হাত দিয়ে সন্দ্বীপের মানুষের নদী পারাপারের দীর্ঘ লাঞ্চনা ও ঝুঁকির সমাপ্তি হবে।”
সন্দ্বীপ রুটে ফেরি চলাচল সম্ভাব্যতা যাচাই কমিটিকে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিল্টন ভুঁইয়ার বার্তা
- মোঃ ফায়েল খান,সন্দ্বীপ
- আপডেট সময় ০৯:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- ২৮ বার পড়া হয়েছে