all-in-one-wp-security-and-firewall
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/nababani/public_html/wp-includes/functions.php on line 6114চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার বাদিকে হুমকি দেয়ার অন্যতম হোতা একাধিক মামলার আসামি রাজাখালির কুখ্যাত সাদ্দাম বাহিনীর প্রধান যুবলীগ ক্যাডার মো. সাদ্দামকে (৪০) সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭ ৷
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শাহীন উল আলম জনান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মো. ইব্রাহিমকে মারধরের ঘটনায় কোতয়ালি থানায় দায়েরকৃত মামলাটিসহ একাধিক মামলার আসামি চাক্তাই রাজাখালীর মো. সাদ্দাম মৃত আলী আজমের ছেলে সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকায় অবস্থান করছে ৷
এমন তথ্যের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর র্যাব-৭ এর একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি সাদ্দামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান শাহীন উল আলম ৷
উল্লেখ্য, গত ৪ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর চড়াও হয় কথিত যুবলীগ নেতা সাদ্দাম ও চিহ্নিত মাদক কারবারি সুমন বাহিনী। এ সময় তারা নগরীর কোতোয়ালি মোড় থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত ধাপে ধাপে ছাত্রদের মারধর করে।
৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ধাওয়ায় নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সময় সাদ্দাম, সুমনরা বেশ কয়েকজন ছাত্রকে বাঁশ, লাঠি দিয়ে মেরে জখম করে ৷ এ সংক্রান্ত মামলা দায়েরের পর মামলার বাদিকে হুমকি দেয় সাদ্দাম ও অন্যান্যরা।
এছাড়া সাদ্দামের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও অর্থযোগানের অভিযোগে কোতোয়ালি থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সাদ্দাম আটক এর খবর শুনে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।
রাজা খালি বিশ্বরোড হতে সাদ্দামের গ্রেফতার হওয়া নিয়ে ছাত্র সমাজ আনন্দ মিছিল করেছেন। ছাত্র সমাজের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ। এ সময় বিকাল চারটা থেকে শুরু করা আনন্দ মিছিল শুরু করে উপস্থিত ছিলেন ছাত্ররা মো:সুমন,
মো:ইব্রাহিম ,মো:তওহিদ ,মো:মিজান ,মো:জিহান , আরো অনেকে সকল ছাত্র সমাজের একটা দাবি, খুনি সাদ্দামকে ফাঁসির আওতায় আনতে হবে।
এ সময় আনন্দ মিছিল রাজাখালীর থেকে শুরু করে চারটায় খাতুনগঞ্জ পর্যন্ত আনন্দ মিছিল উদযাপন করে ।