নাটোরের লালপুরে সাংবাদিক সজিবুল হৃদয়ের বিরুদ্ধে অপতৎপরতার প্রতিবাদে ও পতিত স্বৈরাচারের কায়দায় গনমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টার চালানোর জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার লালপুর বাজারের ত্রিমোহনী চত্বরে লালপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একর্মসূচি পালন করে।
এসময় শিক্ষার্থীরা সাব-রেজিস্ট্রার মাসুদ রানার বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবি জানান। এবং তাকে লালপুর উপজেলায় থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এছাড়া গত ৮ সেপ্টেম্বর সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে অফিস ঘেরাও করে শিক্ষাথীরা। সেই কর্মসূচির সংবাদ প্রচার করায় সাব-রেজিস্ট্রার মাসুদ রানা বাংলাদেশ টুডের লালপুর প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়ের বিরুদ্ধে অপতৎপরতা চালানোর প্রতিবাদ ও নিন্দা জানান।
মানববন্ধনে লালপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল বাকির সঞ্চলনায় বক্তব্য রাখেন লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান, সহ-সভাপতি সাহীন ইসলাম, সালাহ উদ্দিন, শিক্ষার্থী সজিব মাহমুদ প্রমূখ।