খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউ আর পি অডিটোরিয়ামে
বৃহস্পতিবার দিনব্যাপি “ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন” প্রকল্পের আওতায় ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে দাতব্য সংস্থা ‘দলিত।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা ডিজিটাল সেবার মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্পের হেড অফ প্রোগ্রাম ইনচার্জ উত্তম কুমার দাস, খুবির ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড.মোহাম্মদ নুর উন নবী, ইউ আর পি ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান
ড.মো:জাকির হোসেন,ব্যবসায় প্রসাশন ডিসিপ্লিনের অধ্যাপক ড.রুমানা হক,ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মো:জুবায়ের হোসাইন, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো:ফারুক হোসেন, প্রকল্প ব্যবস্হাপক পুষ্প মালা দাস প্রমূখ।
স্বাগত বক্তব্য দেন,প্রকল্পের হেড অফ প্রোগ্রাম ইনচার্জ উত্তম কুমার দাস।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা প্রশংসা করেন এবং ভবিষ্যতে এরকম আরো কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।