ভবিষ্যতে আর কোন সংবাদ প্রকাশ বা পৌরসভায় গেলে লোক দিয়ে করবে মারধর। দিবে মিথ্যা মামলা। সংবাদ প্রকাশের জেরে ফজলে মমিন আকন্দ নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এতে শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানকে আসামি করা হয়েছে। ফজলে মমিন আকন্দ দৈনিক শ্যামল বাংলা ও ইংরেজি বিজনেস টাইমস এর শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জাতীয় দৈনিক কয়েকটি পত্রিকায় শ্রীপুর পৌরসভার দুর্নীতি এবং দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ফজলে মমিনকে বিভিন্ন ধরনের হুমকি ও মিথ্যা অপবাদ দিয়া আসছে পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান।
এরপর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় শ্রীপুরস্থ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন কমিউনিটি সেন্টারের সামনে সাংবাদিক ফজলে মমিনকে পেয়ে কথা আছে বলে ডেকে নেন কমিউনিটি সেন্টারের ভিতরে। সেখানে পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান বিভিন্ন হুমকি দেয় বলে জানান সাংবাদিক ফজলে মমিন।
এ বিষয়ে জানতে ফোন করা হয় পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানকে। তিনি জানিয়েছেন, সাংবাদিক ফজলে মমিনের সাথে দেখা হয়েছে। তবে কোন ধরনের হুমকি দেওয়া হয়নি বলে অস্বীকার করেছেন।
এ বিষয়ে শ্রীপুর থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর বলেন, এ বিষয়টি আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।