সন্দ্বীপ নৌরুটে যাত্রীদের চলাচলে উঠানামা সমস্যা প্রকট হয়ে উঠেছে। জোয়ারের সময় যাত্রীরা ব্রিজে নেমে যেতে পারলেও ভাটার সময় পানিতে নেমে যেতে বাধ্য হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বিশেষ করে মহিলা, শিশু ও বয়োবৃদ্ধ যাত্রীরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
এ অবস্থায়, যাত্রীদের এ দুর্ভোগ দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যাত্রীরা।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে, সন্দ্বীপের এই নৌরুটে যাতায়াত আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।