ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাবাশ ছাত্রসমাজ : কবি মুকুল হোসেন

  • কবি মুকুল হোসেন
  • আপডেট সময় ১২:১৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাবাশ ছাত্রসমাজ

কবি মুকুল হোসেন

সাবাশ তোমাদের ছাত্রসমাজ
হৃদয় ছোঁয়া সাবাশ
তোমাদের ছোঁয়ায় মায়ের বুকে
বহে সুখের বাতাস।

জেগেছো তোমরা বাহান্নর মাঠে
জেগেছোও একাত্তরে
আহ রক্তঝরা শপথেই ফের
সেজেছো নতুন করে।

অন্যায়ের ঘর চুরমার করো
ন্যায়ের সাধন করে
বিধাতার রঙ কুরআন রাজে
রাসূলের পথ ধরে।

ঈমানের চাদর দেহে জড়ায়ে
চোরের চাহো বিচার
সোনালীর মানুষ চেয়ে দেখুক
তোমাদের সু-ন্যাচার।

জীবন সাধনে দাও সবারেই
অাধুনিক অধিকার
অনিষ্ঠ মামলার কবর দাও
দাও তিক্ত কবিতার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি, আহবায়ক এনামুল সদস্য সচিব টুটুল

সাবাশ ছাত্রসমাজ : কবি মুকুল হোসেন

আপডেট সময় ১২:১৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

সাবাশ ছাত্রসমাজ

কবি মুকুল হোসেন

সাবাশ তোমাদের ছাত্রসমাজ
হৃদয় ছোঁয়া সাবাশ
তোমাদের ছোঁয়ায় মায়ের বুকে
বহে সুখের বাতাস।

জেগেছো তোমরা বাহান্নর মাঠে
জেগেছোও একাত্তরে
আহ রক্তঝরা শপথেই ফের
সেজেছো নতুন করে।

অন্যায়ের ঘর চুরমার করো
ন্যায়ের সাধন করে
বিধাতার রঙ কুরআন রাজে
রাসূলের পথ ধরে।

ঈমানের চাদর দেহে জড়ায়ে
চোরের চাহো বিচার
সোনালীর মানুষ চেয়ে দেখুক
তোমাদের সু-ন্যাচার।

জীবন সাধনে দাও সবারেই
অাধুনিক অধিকার
অনিষ্ঠ মামলার কবর দাও
দাও তিক্ত কবিতার।