প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২২, ২:৪৪ পি.এম
পবায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত ।
পবায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে পবা উপজেলা প্রশাসনের আয়োজনে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ, সংবর্ধনা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এর আগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, সংক্ষিপ্ত সমাবেশের পর মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয় ও রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধোদের সুসজ্জ্বিত গাড়ীর 'সুবর্ণজয়ন্তী র্যালী' নিয়ে পবা উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণের উদ্যেশ্যে ছেড়ে যায়।
পবা উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার লসমী চাকমা'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী মহানগর কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সহকারী কমিশনার (ভুমি) শেখ এহসান উদ্দীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাদুল হক (মাষ্টার), উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাইদুল ইসলাম, পবা উপজেলা মুক্তিযোদ্ধা সম্পাদক এসএম কামরুজ্জামান।
পবা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা কমান্ডার ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.