সন্দ্বীপে গত কয়েকদিনের টানা বর্ষণে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা।
বৃহস্পতিবার (২২ আগষ্ট ) উপজেলার মাইটভাংগা ও সারিকাইত ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা ও বাঁধ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত সারিকাইত ১ নং ওয়ার্ডের বেড়িবাঁধে বাতাসে উড়ে যাওয়া ঘরের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তীব্র স্রোতে সারিকাইত ২ নং ওয়ার্ডে বেড়িবাঁধ জিও ব্যাগ ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করেন। এ ছাড়া বিভিন্ন স্হানের খাল ও সুইচ গেইটের পানির স্রোত ঠিক আছে কিনা সেটা ও দেখেন। এছাড়া ও পানিবন্ধি বিভিন্ন এলাকায় যান ইউএনও।
এসময় সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফাত উল্ল্যাহ , উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইসমাইল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান উপস্থিত ছিলেন।