সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘উখিয়ার তাজা খবর’ নামক এক অ্যাকাউন্ট থেকে আমার নামে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এই ভিত্তহীন ও বিভ্রান্তিকর ফেসবুক-পোস্টের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি।
ওখানে ইয়াবার ছবির সঙ্গে আমার ছবি জুড়ে দিয়ে লেখা হয়, ‘পালংখালী জামতলী এলাকার হটাৎ আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া কে এই ইয়াবা সম্রাট ওসমান’। ‘বিস্তারিত আসছে’ বলেও হুমকি প্রদান করা হয় ওই পোস্টে।
ব্যক্তিজীবনে আমি একজন মাস্টার্স ফাইনাল ইয়ারে ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি পরিবারের একটা সিনএনজি চালিয়েই জীবিকা নির্বাহ করে দৈনিক রোজগার করে আমার পরিবার চালাই।
আমি কোনোদিন মাদকের কারবারে জড়িত ছিলাম না এবং দেশের প্রচলিত আইনের প্রতি আমি পরম শ্রদ্ধাশীল।
সুতরাং, আমার শুভাকাঙ্ক্ষী, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের অনুরোধ করব এইসব ভুয়া সংবাদে বিভ্রান্ত না হতে। এ ছাড়া, যারা আমার নামে ভিত্তিহীন তথ্য প্রচার করে মানসম্মান নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে,তাদের বিরুদ্ধে ও ভূয়া ফেইসবুকের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
নিবেদক :
ওসমান সিকদার
৫ নম্বর ওয়ার্ড, জামতলি, পালংখালী।