প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২২, ৬:৪৮ পি.এম
প্রেসিডেন্ট জেলেনস্কির ছবি দিয়ে তৈরি হচ্ছে বালিশের কাভার!
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সবুজ টি-শার্ট পরিহিত ছবি এখন কমবেশি সবার কাছেই পরিচিত। চেক প্রজাতন্ত্রে এবার সেই ছবি দিয়েই চলছে বালিশের কাভার বানানোর কাজ। মূলত ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তার উদ্দেশেই এমন উদ্যোগের কথা জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের নকশাবিদ টমাস ব্রিনেক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, প্রতিনিয়ত লাইভে এসে যুদ্ধের সবশেষ বার্তা দেওয়া কিংবা ভার্চুয়ালি বক্তব্য দিয়ে নিজ দেশের সেনাসদস্য থেকে শুরু করে বেসামরিক নাগরিকদের সতর্ক করেন জেলেনস্কি।
বেশিরভাগ সময় পরেন সবুজ রঙের টি-শার্ট। আর তার সেই সবুজ টি-শার্ট পরা ছবি দিয়েই চলছে বালিশের কাভার বানানোর কাজ।
উদ্যোক্তারা বলছেন, গোটা বিশ্বেই এখন পরিচিত এক নাম জেলেনস্কি। বিভিন্ন দেশের নাগরিকদের পছন্দের কাতারে রয়েছেন তিনি, বনে গেছেন অনেকের বাস্তবের নায়ক।
মূলত রুশ-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত, সহায়-সম্বলহীন ইউক্রেনীয় নাগরিকদের আর্থিক ও মানবিক সহায়তার কথা মাথায় রেখেই এমন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের এই নকশাবিদ টমাস ব্রিনেক। ইন্ডিপেনডেন্টকে তিনি বলেন, অনেক সাড়া পেয়েছি। এরই মধ্যে ক্রেতাদের কাছে দুই হাজারের বেশি বালিশের কাভার সরবরাহ করা হয়েছে। ইউক্রেনের শরণার্থীদের জন্য আরও এক কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে চেক প্রজাতন্ত্রীক।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.