প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২২, ৬:৪৩ পি.এম
রাজশাহীতে আন্তর্জাতিক বন দিবস পালিত
'বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ও ব্যবহার' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক বন বিভাগ রাজশাহী'র বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যাণ চৌধুরী।
রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট (এফএসটিআই) রেঞ্জ কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এঁর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট (এফএসটিআই) এর পরিচালক মোঃ জিল্লুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সভাপতি মোঃ হেমায়েতুল ইসলাম এবং সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিনসহ সামাজিক বন বিভাগ রাজশাহী'র বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.