ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টানা পঞ্চম দিনের মতো কোটা সংস্কার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

সব ধরনের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় আন্দোলনের প্রধান সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, ‘রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যদি সরকারি চাকরিতে এই কোটা বহাল রাখা হয়, তাহলে বহিঃশত্রুর দরকার নেই। আমরা নিজেরাই নিজেদের দেশ ধ্বংস করব আগামী ১০ বছরের মধ্যে।

এই রাষ্ট্র বিনির্মাণে ছাত্রসমাজ রাজপথে থাকবে। কোনো রকম হুমকি, হলে তালা ও বাইক শোডাউন আমাদের দমিয়ে রাখতে পারবে না।’আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক রেজওয়ান গাজী মহারাজ বলেন, ‘আদিবাসীরাও অনেক এগিয়ে গেছে। তারাও অনেক ভালো ভালো চাকরি করছে।

আমরা কোনোভাবেই তাদের অনগ্রসর জাতি বলতে পারি না। আবার মেয়েদের অনগ্রসর বলা হচ্ছে। তারা কেন এটা বলে? এটা আমার মাথায় আসে না। আমরা আগামী দিন রাজশাহী মেডিক্যাল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রুয়েটের সঙ্গে একত্রিত হয়ে আন্দোলনে নামব।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সঙ্গে সমন্বয় করে আন্দোলন করে যাবেন বলে জানান তারা। আন্দোলন কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় প্রতিবাদস্বরূপ রাস্তায় বসে বই পড়তে দেখা যায় শিক্ষার্থীদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন সংস্কার ও আমাদের ভাবনা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

টানা পঞ্চম দিনের মতো কোটা সংস্কার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট সময় ০৭:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

সব ধরনের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় আন্দোলনের প্রধান সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, ‘রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যদি সরকারি চাকরিতে এই কোটা বহাল রাখা হয়, তাহলে বহিঃশত্রুর দরকার নেই। আমরা নিজেরাই নিজেদের দেশ ধ্বংস করব আগামী ১০ বছরের মধ্যে।

এই রাষ্ট্র বিনির্মাণে ছাত্রসমাজ রাজপথে থাকবে। কোনো রকম হুমকি, হলে তালা ও বাইক শোডাউন আমাদের দমিয়ে রাখতে পারবে না।’আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক রেজওয়ান গাজী মহারাজ বলেন, ‘আদিবাসীরাও অনেক এগিয়ে গেছে। তারাও অনেক ভালো ভালো চাকরি করছে।

আমরা কোনোভাবেই তাদের অনগ্রসর জাতি বলতে পারি না। আবার মেয়েদের অনগ্রসর বলা হচ্ছে। তারা কেন এটা বলে? এটা আমার মাথায় আসে না। আমরা আগামী দিন রাজশাহী মেডিক্যাল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রুয়েটের সঙ্গে একত্রিত হয়ে আন্দোলনে নামব।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সঙ্গে সমন্বয় করে আন্দোলন করে যাবেন বলে জানান তারা। আন্দোলন কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় প্রতিবাদস্বরূপ রাস্তায় বসে বই পড়তে দেখা যায় শিক্ষার্থীদের।