ফ্রান্সের খেলার সমালোচনা যেন আর সহ্য করতে পারলেন না দিদিয়ের দেশম। তা না হলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন রাগান্বিত সুরে কথা বলতেন না তিনি। ফ্রান্স কোচের মতে, পছন্দ না হলে আমাদের খেলা দেখার দরকার নেই।
সংবাদ সম্মেলনে দেশমের কাছে জানতে চাওয়া হয়েছিল ইউরোতে ফ্রান্সের খেলা বিরক্তিকর কিনা।
এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাব তিনি বলেন,‘আপনি যদি বিরক্ত হন, তাহলে আপনার অন্য খেলা দেখা উচিত। আমাদের খেলা দেখার দরকার নেই। এটাই ভালো।’
এবারের ইউরোয় এখন পর্যন্ত ফরাসি সৌরভ দেখাতে পারেনি ফ্রান্স।
ওপেন প্লে গোল (পেনাল্টি-আত্মঘাতী গোল বাদ দিয়ে) ছাড়াই অবশ্য সেমিফাইনালে উঠেছে। এবারের টুর্নামেন্টে এখনো নিজেদের সেরাটা দেখাতে না পারলেও সামর্থ্য আছে বলে জানিয়েছেন দেশম। তিনি বলেছেন,‘অতীতের মতো হয়তো একই রকম খেলা খেলতে পারছি না আমরা তবে আমাদের সামর্থ্য আছে ফলাফলের মধ্যে দিয়ে ফ্রান্সের নারী–পুরুষদের খুশি করার।’
স্পেন কোচ লা ফুয়েন্তের কাছে ফ্রান্সের খেলার ধরণ নিয়ে জানতে চাওয়া হলে তিনি অবশ্য ভিন্ন কিছুই বলেন।
ফুয়েন্তে বলেছেন,‘ফ্রান্সের খেলাকে বিরক্তিকর এমন রায় দেওয়ার আমি কেউ না। আমরা শুধু প্রতিপক্ষের শক্তি-সামর্থ্যই বিশ্লেষণ করি। তবে আমি ফ্রান্সের খেলা দেখতে পছন্দ করি।’