পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী সহ সকল পেশা শ্রেনীর মানুষ ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ্ব মো: কামরুজ্জামান।
তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন । বঙ্গবন্ধু সৈনিক লীগের আগে তিনি শ্রমিক লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা জেলা আহবায়ক কমিটির আহবায়ক ছিলেন এবং সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি গোপালগঞ্জে মুকসুদপুরের কৃতি সন্তান এবং বর্তমানে ঢাকার সাভারে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি বলেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায় মানুষ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার অর্থই হল ঈদের স্বার্থকতা। একই সাথে ঢাকাতে বসবাসকারী বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মীদের তিনি শুভকামনা জানিয়েছেন।
তিনি বলেন, “কুরবানী মানেই ত্যাগ ” আর এই ত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদুল আযহা মুসলমানদের আনন্দের দিন। এই ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের সাথে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে উৎসব উদযাপন করবেন। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎস্বর্গ করে কাজ করতে হবে। ঈদুল আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।
তিনি বলেন , বঙ্গবন্ধু সৈনিক লীগ সারা দেশে যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষের আস্থা তৈরি হচ্ছে এবং মানুষের অধিকার আদায়ের জন্যই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সব সময় লড়াই করে যাবে ইনশাআল্লাহ ।
তিনি আরও বলেন , পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বাড়িতে যান এবং ঈদ উৎসব পালন করে নিরাপদে আবার নিজ কর্মস্থলে ফিরে আসুন ।
আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন সে কামনা করছি। সবাইকে আবারো বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-অর-রশিদ সিআইপির ও ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক।