শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ৫'শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার কাংশা ইউনিয়ন বাকাকুড়াএলাকায় এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার কাংশা ইউনিয়ন বাকাকুড়া এলাকায় তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি অটো আটক করা হয়। অটো তল্লাশি করে পেছনের অংশে লুকানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অটো চালক সহ দুই জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেনসিডিলের এই চালানটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে এনে রাজধানীতে সরবরাহ করার পরিকল্পনা ছিল। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, থানা পুলিশের এই সফল অভিযানে এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা ও পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে। "আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর।"