প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৪, ২:৩৭ এ.এম
টেকনাফ সেন্টমার্টিন স্থগিত ইউনিয়নে ভোট গণনা শেষে ফেরার পথে স্পিড ভোটকে লক্ষ্য করে গু’লি করছেন মিয়ানমার
গত ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ বারের টেকনাফ উপজেলা নির্বাচনে ঘূর্ণিঝড় রেমাল এর কারণে স্থগিত হওয়া সেন্টমার্টিনের জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ হয় বুধবার (৫ জুন)। সেন্টমার্টিন ইউনিয়নের ভোট গণনা শেষে সেখান থেকে বিকেল ৫টার দিকে টেকনাফ ফেরার পথে নৌপথে স্পিড ভোটকে লক্ষ্য করে মিয়ানমার অভ্যন্তর থেকে গু'লিবর্ষণের খবর পাওয়া গেছে।
উক্ত বিষয় টি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান,ভোট 'সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষ করে টেকনাফ ফেরার পথে মিয়ানমার অভ্যন্তর থেকে গুলি ছুঁড়া হয়। এসময় সহকারী কমিশনার ভূমি, প্রিসাইডিং কর্মকর্তা, পুলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশের একটি টিমও ছিলো।'
তবে সকলেই নিরাপদে সুস্থ ভাবে টেকনাফ পৌঁছেছেন বলে জানান মেহেদী হাসান।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ শওকত ও শামীম হোসেন মুঠোফোনে জানান, 'আজ বিকেলে সেন্টমার্টিনগামী কয়েকটি ট্রলারকেও লক্ষ করে মিয়ানমারের ওপার থেকে গুলি ছুঁড়া হয়েছে, যেখানে বেশ কয়েকজন যাত্রীও ছিল'
তবে কেউ হতাহতের খবর আমরা শুনিনি।
এ বিষয়ে সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি ও কোস্টগার্ডের বক্তব্য পাওয়া যায়নি।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.