প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৪, ১:৪৬ এ.এম
জলঢাকার ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদে ৭ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
বাজেট সভায় অংশগ্রহন করবো, নিজের চাহিদা নিজেই বলবো, প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকার ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের ২০২৪ -২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে ৭ কোটি ৮ লক্ষ ৮ হাজার ৪ শত ৪৪ টাকার এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রশিদুল ইসলাম। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল হক বসুনিযা,
জাতীয় পার্টির সাবেক ইউনিয়ন সভাপতি আনিছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল ইসলাম, বালাপাড়া দাখিল মাদরাসার সুপার সাইদুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন, জোনাব আলী জনি, সংরক্ষিত নারী সদস্য পিয়ারী বেগম ও রাজিয়া সুলতানা প্রমুখ।
সভায় ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য বিভিন্ন উন্নয়ন খাতে রাজস্ব বাজেটে ৯৫ লক্ষ ৫১ হাজার ১১ টাকা এবং উন্নয়ন বাজেট ৬ কোটি, ১২ লাখ, ৫৭ হাজার ৮শত ৩৩ টাকা সহ মোট ৭কোটি ৮ লক্ষ ৮ হাজার ৪ শত ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন। এসময় ইউনিয়নটির সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.