প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৪, ৭:৪৬ পি.এম
০৭ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জন্ দালাল কক্রের সদস্যদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ১। মোঃ জামাল হোসেন (৪০), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-সিপাইপাড়া, থানা-রাজপাড়া‘কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ২। মোঃ সাবজাল হক (৫২), পিতা-মৃত ইব্রাহিম খলিল, সাং-লক্ষীপুর, থানা-রাজপাড়াকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৩। মোঃ মোতাসসিম @ রুপক (৩২), পিতা-রফিকুল ইসলাম, সাং-বহরমপুর, থানা-রাজপাড়াকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৪। মোঃ রনি শেখ (২৫), পিতা-মৃত আব্দুর রশিদ শেখ, সাং-চাঁপাপুর, থানা-আদমদিঘী, জেলা-বগুড়াকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৫। মোঃ সজল (৪২), পিতা-আবু বক্কর সিদ্দিক, সাং-সিপাইপাড়া, থানা-রাজপাড়াকে ০৪ (চার) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৬। মোঃ শাহিন আলম পিয়াস (২৪), পিতা-আবুল কালাম আজাদ, সাং-মুরগিডাঙ্গা, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৭। মোঃ আব্দুল জলিল (৫৫), পিতা-মৈরুদ্দিন প্রামাণিক, সাং-সিপাইপাড়া, থানা-রাজপাড়া‘কে ০৪ (চার) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৮। মোঃ রাজন আলী (৩৫), পিতা-নিমরোজ আলী, সাং-হোসনীগঞ্জ, থানা-বোয়ালিয়া‘কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৯। মোঃ মুরসালিন (২৪), পিতা-মৃত লিটন, সাং-কেশবপুর, থানা-রাজপাড়া‘কে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০। আহমদ আলী (৩০), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-ডাঁশপুকুর, থানা-রাজপাড়া‘কে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১১। মোঃ রয়েল হোসেন অপু (৩২), পিতা-মোঃ সামসুদ্দিন, সাং-কাঁঠালবাড়িয়া, থানা-কাশিয়াডাঙ্গা’কে ০৪ (চার) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১২। মোঃ সোহেল রানা (২৪), পিতা-আমিরুল ইসলাম, সাং-আকেজীগঞ্জ, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁকে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
উপরোক্ত আসামীগন দীর্ঘদিন যাবত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতালের আশ-পাশ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের নিকট নিজেদেরকে হাসপাতালের এবং ডাক্তারদের কাছের লোক বলে পরিচয় প্রদান করে। রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়। রাজশাহী মেডিকেলে অল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার আশায় রোগীদের স্বজনদের নিকট হতে টাকা হাতিয়ে নেয়। সরকারী এ্যাম্বুলেন্সে যাতায়াত করায় দেওয়ার কথা বলে রোগীদের স্বজনদের নিকট হতে বিভিন্ন অঙ্কের টাকা নেয়। এছাড়াও বিভিন্ন ভাবে রোগীদের হয়রানি মূলক কর্মকান্ডসহ রোগীদের এবং রোগীর স্বজনদের নিকট হতে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ নেয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে দন্ড বিধি- ১৮৬০ এর ১৮৮ ধারায় বিচার করতঃ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং আসামীদের রাজশাহী কারাগারে প্রেরণ করেন।
এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১। আল শেফা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ ডাবলু, পিতা-মৃত আজাহার আলী, সাং-কাজীহাটা, থানা-রাজপাড়া,‘কে ৫০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করে, ২। রাজশাহী কিডনী ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ বাচ্চু রহমান, পিতা-মোঃ আঃ সামাদ, সাং-হাজরাপাড়া, থানা-বাগমারা,কে ২০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করে, ৩। মেডিকো ডায়াগনস্টিক সেন্টার এর মালিক উম্মে মনিরা, স্বামী-মোঃ আঃ হামিদ, সাং মেহেরচন্ডী, থানা-চন্দ্রিমা, রাজশাহী মহানগরকে ৩০,০০০/-টাকা জরিমানা প্রদান এবং ৪। সানবিম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে।