আজ ঐতিহাসিক ৭ই মার্চ । এউপলক্ষ্যে শিল্পকলা একাডেমি রাজশাহীতে, জেলা প্রশাসন, রাজশাহী’র আয়োজনে সকাল ১১:০০ টায় “৭মার্চ: স্বাধীনতার জিয়নকাঠি” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: সাইফুর রহমান, পিপিএম (বার)। এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম এবং রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জনাব মো: ফয়সাল মাহমুদ, পিপিএম প্রমূখ।
এঅনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতমার্চ ভাষণের তাৎপর্য এবং যাঁর নেতৃত্বে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের অভ্যুদয় হয়, তা তুলে ধরেন। বক্তাগণ আরও বলেন যে, এই বক্তৃতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা। এই বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে সমগ্র পূর্ববাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে এবং রচনা করে বীরত্বগাথা বিজয় উপাখ্যান।