ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
দক্ষিণ আফ্রিকার সব মাঠেই কম বেশি রান হয়।

চ্যালেঞ্জ আছে, মজাও আছে: তাসকিন ।

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার সব মাঠেই কম বেশি রান হয়। নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দায়িত্ব নিয়েই তাই তাসকিন আহমেদকে রান আটকানোর মন্ত্র কানে জপে দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি বোলারদের অতীত ভালো নয়। এবার তাই নিজেদের নতুন করে চেনানোর চ্যালেঞ্জ। তাসকিন এই চ্যালেঞ্জে মজাও দেখছেন

টাইগার দলের ডানহাতি এই পেসার বলেন, ‘বোলারদের জন্য তো একটু চ্যালেঞ্জ হবেই। আবার মজাও আছে। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে ভালো করা গেলে বিশাল আত্মবিশ্বাস পাওয়া যাবে।’

বোলাররা রান দেবেই, এমনটা ধরে নিয়ে আগেই নিজেদের গুটিয়ে রাখতে চান না তাসকিন। তার আত্মবিশ্বাসী উচ্চারণ, ‘রান হবে ধরে নিলেই হবে না। এখানেও তো অনেক বোলার ভালো করেছে, ম্যাচ জিতিয়েছে, ৫ উইকেট পেয়েছে।’

‘রান হবে। কিন্তু শুরুতেই এটা ভেবে নিলে বোলারদের জন্য চাপ সৃষ্টি হবে। আমরা চাইব এখান থেকেও ভালো করে যেন একটা জয় আনতে পারি, নিজেদের সেরাটা দিতে পারি।’

নিজে কি আলাদা কোনো লক্ষ্য স্থির করেছেন? তাসকিনের জবাব, ‘নির্দিষ্ট কিছু না। জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে। শুধু পাঁচটা কেন, উইকেট বেশিও হতে পারে, কমও হতে পারে। দলে যেন আমার অবদান থাকে, সেটাই চাই।’

জনপ্রিয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব গ্রহণ

দক্ষিণ আফ্রিকার সব মাঠেই কম বেশি রান হয়।

চ্যালেঞ্জ আছে, মজাও আছে: তাসকিন ।

আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

দক্ষিণ আফ্রিকার সব মাঠেই কম বেশি রান হয়। নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দায়িত্ব নিয়েই তাই তাসকিন আহমেদকে রান আটকানোর মন্ত্র কানে জপে দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি বোলারদের অতীত ভালো নয়। এবার তাই নিজেদের নতুন করে চেনানোর চ্যালেঞ্জ। তাসকিন এই চ্যালেঞ্জে মজাও দেখছেন

টাইগার দলের ডানহাতি এই পেসার বলেন, ‘বোলারদের জন্য তো একটু চ্যালেঞ্জ হবেই। আবার মজাও আছে। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে ভালো করা গেলে বিশাল আত্মবিশ্বাস পাওয়া যাবে।’

বোলাররা রান দেবেই, এমনটা ধরে নিয়ে আগেই নিজেদের গুটিয়ে রাখতে চান না তাসকিন। তার আত্মবিশ্বাসী উচ্চারণ, ‘রান হবে ধরে নিলেই হবে না। এখানেও তো অনেক বোলার ভালো করেছে, ম্যাচ জিতিয়েছে, ৫ উইকেট পেয়েছে।’

‘রান হবে। কিন্তু শুরুতেই এটা ভেবে নিলে বোলারদের জন্য চাপ সৃষ্টি হবে। আমরা চাইব এখান থেকেও ভালো করে যেন একটা জয় আনতে পারি, নিজেদের সেরাটা দিতে পারি।’

নিজে কি আলাদা কোনো লক্ষ্য স্থির করেছেন? তাসকিনের জবাব, ‘নির্দিষ্ট কিছু না। জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে। শুধু পাঁচটা কেন, উইকেট বেশিও হতে পারে, কমও হতে পারে। দলে যেন আমার অবদান থাকে, সেটাই চাই।’