প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২২, ৯:১১ পি.এম
পবায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন ।
"ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা "এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।
পবা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জালাল উদ্দীন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজেদা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আকতার, হড়গাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা বাজার ব্যবসায়ী কমিটির মো. মুনতাজ আলী।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.