অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে ফারহানা সিনথিয়ার উপন্যাস ‘শরতের শেষ থেকে’। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ।
সামাজিক এ উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মো. সাদিতউজজামান। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।
প্রকাশক জানান, রকমারিতে বইটির প্রি-অর্ডার চলছে। আশা করি উপন্যাসটি সবার ভালো লাগবে।
ফারহানা সিনথিয়ার শৈশব কেটেছে ঢাকায়। এরপর কানাডায়। বইপড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। সেখানেই ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়। এপার বাংলার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ এবং মুহাম্মদ জাফর ইকবাল।
ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা হলেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরি করছেন ।
২০২০ বইমেলায় পেন্সিল প্রকাশনীর গল্প সংকলনে ছোটগল্প প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থ: আবর্ত (ডিটেকটিভ থ্রিলার), দ্বিতীয় জীবন (ডায়াস্পোরা), কৃষ্ণচূড়ার দিন (সাইকোলজিক্যাল থ্রিলার), শরতের শেষ থেকে (সামাজিক উপন্যাস)।