চট্টগ্রামের আনোয়ারায় প্রাইভেটকারে ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবা নিয়ে যাচ্ছিলেন দুই কারবারি। প্রায় দুই কোটি টাকার মূল্যের ওই ইয়াবা বহনের সময় দুজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার আনোয়ারা থানার বটতলী মোহছেন আউলিয়া মাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চট্টগ্রামের পটিয়া থানার মো. চান মিয়া সওদাগর (৬১) এবং শান্তির হাট এলাকার মো. ইসকান্দর হোসেন বাপ্পী (৩৮)।
বুধবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৭।
র্যাব জানিয়েছে, প্রাইভেটকারে করে কারবারিরা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে, এমন সংবাদে আনোয়ারার বটতলী মোহছেন আউলিয়া মাজারের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশির একপর্যায়ে আটক প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে গাড়ি থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক প্রাইভেটকারের পেছনে মালামাল রাখার ক্যারিয়ার থেকে ৩২৩টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট থেকে ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবাদ জব্দ করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।