র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ সময়-১৬.৩০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন ঝিকরা (জোয়াদ্দারপাড়া) গ্রামস্থ জনৈক রজব আলী (৩৮), পিং- মৃত জফু মন্ডল এর বসতবাড়ীর দক্ষিণ দিকে রজব আলীর গাছের বাগান থেকে ফেন্সিডিল-৪৪ বোতল (৪৪০০ মিঃলিঃ), মোটরসাইকেল-০১টি সহ আসামী ১। মোঃ শাহিন আলম বোল্টে @ সুজাউদৌল্লা (৩৪), পিতা- মৃত সামছুল হক, ২। মোঃ সামছুল ইসলাম @ শান্ত ইসলাম (২১), পিতা- মোঃ আলম আলী, উভয় সাং- ঝিকরা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী দ্বয়কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ১নং আসামী মোঃ শাহিন আলম বোল্টে @ সুজাউদৌল্লা (৩৪), পিতা- মৃত সামছুল হক, সাং- ঝিকরা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১। রাজশাহী জেলার চারঘাট থানার এফআইআর নং-০৭, তারিখ- ১৪ আগস্ট ২০০৮, ধারা- অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (অ) এবং ২নং আসামী মোঃ সামছুল ইসলাম @ শান্ত ইসলাম (২১), পিতা- মোঃ আলম আলী, সাং- ঝিকরা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী এর বিরুদ্ধে নাটোর জেলার বাগাতিপাড়া থানার নং-০৭/১৪৩, তারিখ- ১২ অক্টোবর, ২০২২; ধারা- ৩৯৩ পেনাল কোড-১৮৬০ বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তাহারা জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল।
গ্রেফতারকৃত উক্ত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার চারঘাট থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।