প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ৫:৫২ পি.এম
নড়াইলে ৬০০(ছয়শত) গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার
মাদক ব্যবসায়ের সাথে জড়িত একই পরিবারের মোঃ মফিজ মিয়া (৬৭) ও মোঃ আশিকুর মোল্যা(২৮) নামে বাবা-ছেলে সম্পর্কের ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মফিজ মিয়া (৬৭) নড়াইল সদর থানাধীন উত্তর পঙ্কবিলা গ্রামের মোঃ আফাজ উদ্দিন মিয়ার ছেলে এবং মোঃ আশিকুর মোল্লা (২৮) তার নাতি ছেলে। গত ১৯ ডিসেম্বর দিবাগত রাত ১২ঃ৩০ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের উত্তর পঙ্কবিলা গ্রামস্থ মোঃ মফিজ মিয়ার দক্ষিণ পোতার টিনশেড ঘরের বারান্দার পূর্ব পাশের রুম থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আব্দুল হক, এএসআই(নিঃ) মোঃ মাহমুদ করিম ও এএসআই(নিঃ) মোঃ তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মফিজ মিয়া (৬৭) ও মোঃ আশিকুর মোল্যা(২৮)দ্বয়কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামি মোঃ মফিজ মিয়া (৬৭) এর নিকট হতে ৬০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.