২০ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী-০১.০০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বাটুপাড়া মধ্যপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-১৪০ বোতল, ট্রাভেল ব্যাগ-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ ফারুক হোসেন (৩৫), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-বাটুপাড়া মধ্যপাড়া, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার মোহনপুর থানাধীন ৪নং মৌগাছি ইউনিয়নের বাটুপাড়া মধ্যপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩৫) তার বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩৫) এর বসত বাড়ী ঘেরাও করে তল্লাশী করে উক্ত আসামীকে আটক করে এবং তার চৌচালা টিনের দুই রুমের সেমি পাঁকা রুমের উত্তর পার্শ্বের ধৃত আসামীর শয়ন কক্ষের খাঁটের নীচে ০১ টি ট্রাভেল ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ফেন্সিডিল উদ্ধার করে।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করে যে, উক্ত ফেন্সিডিল ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে তার বসতবাড়ীতে মজুদ করে রেখেছিল। ট্রাভেল ব্যাগের মাধ্যমে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে যাত্রী হিসেবে ট্রেনে, বাসে, ট্রাকেসহ বিভিন্ন পরিবহণের মাধ্যমে উক্ত মাদকদ্রব্য অপর মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। উক্ত আসামীর নামে একটি মামলা রয়েছে।
উক্ত আসামীকে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদক আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।