প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৬:১৯ পি.এম
০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ১৮ডিসেম্বর ২০২৩ তারিখ সময় ১৭.৪০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানার বিড়ালদহ গ্রামের কবিরের মোড় নামক এলাকা অভিযান পরিচালনা করে সদর সিনিয়র সহকারী জজ পারিবারিক আদালত, রাজশাহী মোকদ্দমা নং- ২৭৩/২৩ , পারি জারি স্মারক নং-৬৬০, তারিখ-৩০/১১/২৩ খ্রিঃ। পুঠিয়া থানার সিআর সাজা ওয়ারেন্ট রিসিভ নং-১২৪৭/২৩, ধারা- ১৯৮৫ সালের পারিঃ আদালত অধ্যাদেশ এর ১৬(৩) এর ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ মুরাদ (২৮), পিতা- মোঃ আবুল কালাম, সাং- বিড়াল দহ, পোস্ট- শিবপুর হাট, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মুরাদ (২৮), পিতা- মোঃ আবুল কালাম, সাং- বিড়াল দহ, পোস্ট- শিবপুর হাট, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে উক্ত সাজা পরোয়ানা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তার সাবেক স্ত্রী তার বিরুদ্ধে দেন-মোহরানার জন্য তার বিরুদ্ধে পারিবারিক আদালতে একটি মামলা করেছিল।
গ্রেফতারকৃত উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার পুঠিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.