প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৬:০৬ পি.এম
রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতি চক্রের মূলহোতা এহসানুল হক গ্রেফতার।
১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রী-২০.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বিনোদপুর বাজার নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ডাবল এন্ট্রি ভিসার ফটোকপি-০২ কপি, ভিসা জমা স্লীপ ০১ কপি, টাকা জমা রশিদ-০১ কপি, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করে এবং প্রতারক চক্রের মূলহোতা আসামী ১। মোঃ এহসানুল হক বিপ্লব (২৯), পিতা মোঃ হযরত আলী, সাং-হোল্ডিং নং-৩৬৯, মির্জাপুর পূর্বপাড়া, পোস্ট-বিনোদপুর, থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগরী’কে গ্রেফতার করেছে।
উক্ত আসামী নিজেকে ইন্ডিয়ান এ্যাম্বাসির কর্মকর্তা পরিচয় দিয়ে জনৈক মোঃ ফয়সাল দেওয়ান ও মাসুদ আল মামুন বাবু’দ্বয়ের নামীয় ভূয়া, বানোয়াট ও ভিত্তিহীন ডাবল এন্ট্রি ভিসা, ভিসা জমা স্লীপ সৃজন করে মিথ্যা বিশ্বাস জন্মিায়ে প্রতারণামূলকভাবে সর্বমোট নগদ ১,৩২,০০০/-(এক লক্ষ বত্রিশ হাজার) টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে। উক্ত মিথ্যা ভিসা ও ভিসা জমা স্লীপ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সোনাদিঘীর মোড় সাহেববাজার জনৈক মোঃ শাহীন এর কম্পিউটারের দোকানে তাহার অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর সহায়তায় সৃজন করে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
উক্ত আসামীকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় প্রতারণা আইনে মামলা রুজুর কার্যক্রমে প্রক্রিয়াধীন।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.