আজ ১২ই ডিসেম্বর ২০২৩ খ্রি. অপরাহ্ণে রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ পুলিশ কাবাডি টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনালে রাজশাহী জেলা পুলিশ চ্যাম্পিয়ন হওয়ায় তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর সুযোগ্য পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম। তা ছাড়া প্রদান অতিথি মহোদয় সেরা খেলোয়াড়-সহ অন্যান্য খেলোয়াড় ও খেলা পরিচালনাকারীদের মধ্যে নানাধরনের পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় রানার আপ হয় বগুড়া জেলা পুলিশ। রাজশাহী জেলা পুলিশ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় ৮ টি জেলা অংশগ্রহণ করেছে। তবে রাজশাহী জেলা পুলিশ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
রাজশাহী রেঞ্জ পুলিশ কাবাডি টুর্নামেন্ট-২০২৩ রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় তার বক্তব্যে বলেন, রাজশাহী রেঞ্জের প্রতিটি কাবাডি টিম ভালো এবং প্রতিটি তাদের সেরা নৈপূন্য প্রদর্শনের চেষ্টা করেছে।
রাজশাহীর সুযোগ্য পুলিশ সুপার সভাপতির বক্তব্যে বলেন, যে-কোনো ক্রীড়াই দেহ-মনে সতেজতা আনয়ন করে। ক্রীড়া মনে অনাবিল আনন্দের সৃষ্টি করে। তাই আমাদের সব খেলায় অংশগ্রহণ করা উচিত। তিনি রাজশাহী জেলা পুলিশের কাবাডি টিম-কে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও পেশাদারিত্বের সাথে কাবাডি অংশগ্রহণের জন্য জয়ী ও বিজিত টিমকে অনুপ্রেরণা প্রদান করেন।
এই সময় জেলার পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।