৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গত ৯ ই ডিসেম্বর খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় কে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে সার্বজনীন ঘোষণাপত্র ও সংস্থার টি শার্ট প্রদান করা হয়।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় এবং তারই ধারাবাহিকতায় প্রতেক বৎসর মানবাধিকার গোষ্ঠী-কর্মীবৃন্দ ও শিক্ষাবিদগণ সহ জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে প্রায় সর্বস্তরের জনগণ দিবসটিকে পালন করে আসছে।
এসময় আরো উপস্থিত ছিলেন আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের প্রধান অনুসন্ধান কর্মকর্তা মোঃ বেলাল হোসেন খান ও অনুসন্ধান কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাসুম। উক্ত সময় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল বলেন স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে মানবাধিকার সংস্থা সহ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আসক ফাউন্ডেশন যাতে মানবাধিকার রক্ষায় কাজ করতে পারে তার সহায়ক পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়। নেতৃবৃন্দকে তাদের সামাজিক কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।