প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৩, ৬:৩৯ পি.এম
রাজশাহীর ডিবি কর্তৃক ৪২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার:১
গত ২০ নভেম্বর ২০২৩ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা গ্রাম হতে দুপুর ০২:৫০ টায় একজন মাদক ব্যবসায়ীকে ৪২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: মিন্টু বাশার (৩৬)। মো: মিন্টু বাশার রাজশাহী জেলার চারঘাট থানার রাওথা গ্রামের মো: আমজাদ হোসেনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২০ নভেম্বর ২০২৩ খ্রি. দুপুর ০২:৩০ টায় রাজশাহী জেলার চারঘাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা গ্রামস্থ অভিযুক্ত মো: মিন্টু বাশারের বসত ঘরের সামনে ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ দুপুর ০২:৪০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুপুুর ০২:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: মিন্টু বাশারের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা কালো কাপড়ের ব্যাগের ভিতর হতে অবৈধ মাদকদ্রব্য ৪২ বোতল ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য অভিযুক্ত মো: মিন্টু বাশার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তার নামে রাজশাহী জেলার চারঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: মিন্টু বাশারের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.