প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২২, ১১:৫০ পি.এম
পবায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন
পবায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৭ মার্চ) পবা উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উপলক্ষে স্বাধীনতার জীবনকাঠি শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পবা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিআরডিবি অফিসার শামসুন্নাহারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, হরিপুর ইউপি’র চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান, শিক্ষার্থী ও আমন্ত্রীত অতিথিবৃন্দ।
এদিকে এদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগ নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।
আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল হক, সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, কাটাখালী পৌর আওয়ামী লীগ সভাপতি আবু শামা, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাননান, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, নওহাটা পৌর কাউন্সিলর দিদার হোসেন ভুলুসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.