৭ মার্চ স্মরণে সমাবেশ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার (৭ মার্চ) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে স্বাধীনতার স্বপক্ষের অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই‘র সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান।
সমাবেশ পরিচালনা করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই‘র আহবায়ক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য শরিফ উদ্দিন প্রমুখ। কর্মসূচিতে সংগঠনের সদস্য ইকবাল হাসান টাইগার, আসাদুল হক দুখু, আল-আমিন হোসেন, আরিফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করেই থাকতে হবে। তাঁর আদর্শ ধারণ করে দেশবিরোধী অপশক্তি মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই রুখে দিতে হবে সকল অনিয়ম-দুর্নীতি। তারা বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর যুগান্তকারী এক ভাষণেই উজ্জীবিত হয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল বাঙালি জাতি। তবে স্বাধীনতার ৫০ বছরেও বঙ্গবন্ধুর চেতনাবিরোধী মানুষ এদেশে রয়েছে। এ অবস্থার অবসান ঘটিয়ে শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করেই মোকাবেলা করতে হবে সকল অপশক্তিকে। তরুণ প্রজন্মের মাঝে আরো বেশি ছড়িয়ে দিতে হবে মুজিব আদর্শ।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ
৭ মার্চ স্মরণে রাজশাহী প্রেসক্লাব-আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে সমাবেশ
- প্রেস বিজ্ঞপ্তি
- আপডেট সময় ০৭:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- ৪৪৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ