প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ২:৫২ পি.এম
রাজশাহী রেল স্টেশনে হাত বো’মা উদ্ধার
রাজশাহী রেল স্টেশনে সামনের গেট থেকে দুইটি হাত বোমা পাওয়া গেছে। রাত ৯টার দিকে হাত বোমা দেখতে পেয়ে সেটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের মেইন গেটে কে বা কারা বোমা দুইটি রেখে চলে যায়। ঘটনার পরপরই পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রাখে। রাত সাড়ে ১০ টার দিকে বোমা ডিস্পোজাল ইউনিট বোমা দুইটি নিস্ক্রিয় করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা বোমা দুইটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো রয়েছে বোমা দুইটি। এ সময় পুরো স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি হাত বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এর পর পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নেয়। পরে বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়। তারা এসে বোমা দুইটি নিস্ক্রিয় করেন। স্টেশনের বোমা পাওয়া গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.