রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট শাখার উদ্যোগে নগরীর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) সদস্যদের ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় ও প্লাস্টিক বর্জ্য অপসারণ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শাহমখদুম কলেজ হলরুমে চন্দ্রমল্লিকা ক্লাস্টার আয়োজিত এ ক্যাম্পেইনে শিক্ষক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ ও ক্লাস্টার নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় জানানো হয়, রাজশাহীতে গত ২২ অক্টোবর হতে ৫ নভেম্বর পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনে নগরীর ১১টি ক্লাস্টারের সিডিসির নেত্রীদের ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় ও প্লাস্টিক বর্জ্য অপসারণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। শাহমখদুম কলেজ হলরুমে চন্দ্রমল্লিকা ক্লাস্টারের আয়োজিত এ ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রথম পর্বের ১১টি ক্লাস্টারের ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠিত হয়।
সভায় আরো জানানো হয়, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সবুজ নগরী রূপে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর পরিচ্ছন্ন পরিবেশের আরো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করা হয়। ডেঙ্গু প্রতিরোধে করণীয়, ড্রেনসহ যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা, পলিথিন, প্লাস্টিক বর্জ্য অপসারণ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সিডিসি নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ক্যাম্পেইনে শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, পরিবেশ কর্মী, পরিচ্ছন্ন কর্মী ও সিডিসি ক্লাস্টার সদস্যগণ অংশ নেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। অনুষ্ঠানে রাসিকের সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম রেজাউল ইসলাম, রাবি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, সিডিসি নেত্রী সায়েরা পারভীন, শেফালি বেগম, নাসরিন, খালেদা রোজী প্রমূখ উপস্থিত ছিলেন।
রাজশাহীতে সিডিসির উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৭:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- ৭৪ বার পড়া হয়েছে