all-in-one-wp-security-and-firewall
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/nababani/public_html/wp-includes/functions.php on line 6114রাজশাহী মহানগরের ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রায় ৬ দশমিক ৫ বিঘা জায়গার উপর নবনির্মিত শেখ রাসেল শিশুপার্ক শিশুসহ সর্বসাধারণের উন্মুক্ত করা হয়েছে। শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বুধবার বিকেলে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে শেখ রাসেল শিশুপার্ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উন্মোক্তকরণের দিনে সহস্রাধিক শিশু ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে শেখ রাসেল শিশুপার্ক।
অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ১৯নং ওয়ার্ড ঘনবসিতপূর্ণ, এই ওয়ার্ডে অনেক মানুষ বসবাস। তবে এখানে শিশুদের বিনোদনের এবং বয়স্ক মানুষদের হাটাহাটির জন্য নিরাপদ কোন জায়গা ছিল না। ছোটবনগ্রামের এই জায়গাটি পরিত্যক্ত হয়ে যাচ্ছিল। এই জায়গায় পার্ক নির্মাণের ইচ্ছে ছিল। এটি করতে পেরেছি। শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে আজকে শেখ রাসেল শিশুপার্ক শিশুসহ সর্বসাধারণের উন্মুক্ত করা হলো। আগামীতে গ্রিনজোন সহ এই রকম পার্ক শহরের বিভিন্ন এলাকায় করে দিতে চাই। যাতে পড়ালেখার পাশাপাশি শিশু-কিশোররা পার্কে আসে, ছুটাছুটি করতে পারে, তাদের মানসিক বিকাশ হয়।
রাসিক মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে এই শিশু পার্কটি নির্মাণ করতে পেরেছি। তিনি প্রায় ২৮০০ কোটি টাকার একটি প্রকল্প রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমোদন দিয়েছেন। সেই প্রকল্পের কাজ চলমান রয়েছে। আরো একটি প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার বড় প্রকল্প আমরা তৈরি করছি। এটি আগামীতে ইনশাল্লাহ অনুমোদন হবে।
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক ১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শেখ রাসেল শিশুপার্কে রয়েছে শেখ রাসেল এর প্রতিকৃতি সহ দৃষ্টিনন্দন ফটক, দৃষ্টিনন্দন বাউন্ডারী ওয়াল, দর্শনীয় কৃত্রিম লেক, পার্কের অভ্যন্তরে বাউন্ডারি ওয়ালের চারদিকে ওয়াকওয়ে,এমপিথিয়েটার, কফিশপ, প্রশাসনিক ভবন, শিশুদের জন্য স্লিপার, দোলনা সহ বিভিন্ন রাইড, রাতের দৃষ্টিনন্দন লাইটিং সিস্টেম, পাবলিক টয়লেট সহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। বক্তব্য রাখেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন আনার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল-আযিম, সংরক্ষিত আসনের কাউন্সিলর আলতাফুন নেছা, সুলতানা আহমেদ সাগরিকা , রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, সদস্য শামসুন্নাহার মুক্তি, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, সরকারি আর্কিটেক্ট গৌরব দে, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, উপসহকারী প্রকৌশলী শাবাব আহমাদ এবং উপসহকারী প্রকৌশলী মোঃ শাকিল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।