প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ৭:০৯ পি.এম
ঝিনাইগাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
ঝিনাইগাতী উপজেলার ৩নং নলকূড়া ইউনিয়ন পরিষদে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচি (সেলপ) আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ) সকাল ১০ টায় ৩নং নলকূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রোকুনুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচির (সেলপ) জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দি, ইমাম ও প্রধান শিক্ষক হাফেজ মোঃ শরিফুল ইসলাম, সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচির(সেলপ) উপজেলা অফিসার হোসনে আরা পারভিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩নং নলকূড়া ইউনিয়নের সচিব আল-আমিন, সকল ইউপি সদস্য, ইমাম, কাজী, হিন্দু সম্প্রদায়ের নেতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিবাহের ক্ষেত্রে মেয়ের ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ শর্তাহীনভাবে রাখা বাঞ্চনীয়। পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে
সরকারের আন্তরিকতা ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রান্তিক অঞ্চলে আরো জণসচেতনতা তৈরির উদ্যোগ বাড়াতে হবে।
বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিবাহের প্রবনতা লক্ষ করা যায় প্রতিনিয়ত। তাই বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
উল্লেখ্য যে, বাল্য বিয়ে বন্ধ, বাল্যবিয়ে ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের সচেতনতা, সহিংসতামুক্ত, জেন্ডার সংবেদনশীল ও সহমর্মিতাপূর্ণ দাম্পত্য সম্পর্ক স্থাপনে উৎসাহিত করার মাধ্যমে দম্পতিদের ক্ষমতায়িত করা ও মীমাংসিত বিরোধের টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ( সেলপ) কাজ করে যাচ্ছে।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.