রাজশাহীতে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুইদিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলা ২০২৩ অনুষ্ঠিত হবে। রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় গভীরতর প্রভাব বিস্তারকারী কবি জীবনানন্দ দাশের নামে এই মেলার আয়োজন করেছে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ।
সোমবার (২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।
তিনি জানান, এবারের মেলায় বাংলাদেশ ও ভারতের দুইশতাধিক কবি, লেখক ও গবেষকরা অংশগ্রহণ করবেন। জীবনানন্দ কবিতামেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রসঙ্গত, দুইদিনব্যাপী মেলায় থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আলোচনা অনুষ্ঠান, কবিকুঞ্জ পদক প্রদান, মুক্তআড্ডা ও লেখক আনন্দভ্রমণ।