প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৬:৫২ পি.এম
শেরপুরে ‘গ্রীন ভয়েস’র উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
'জীবনের জন্য নদী' এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে শেরপুরে পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর শেরপুরের নদী ও জলাশয় রক্ষায় স্মারকলিপি প্রদান করা হয়।সংগঠনের সভাপতি সাংবাদিক রফিক মজিদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমানের সঞ্চালানায় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সংগঠনের সাবেক সমন্বয়ক এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, সাবেক চেয়ারম্যানখলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, নমশের আলম, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুম,গ্রীন ভয়েস এর সহ সভাপতি সোলাইমান হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রমূখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, গ্রীন ভয়েস এর সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান খোকন, সাংবাদিক মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, মনিরুজ্জামান রিপন, আবু হেলাল, সুলতান হোসেন, বিল্লাল হোসেন সোহাগ, মেহেদী হাসান শামীম, সাইদুর রহমান আপন, শান্ত রায়, পাপ্পু প্রমূখ।মানববন্ধনে বক্তারা শেরপুরের নদী দূষন এবং নদী ও জলাশয় ভরাটের প্রতিবাদ জানিয়ে দ্রুত এর প্রতিকারের দাবী জানানো হয়।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.