প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১:১৫ পি.এম
রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আগামী কাল
- আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রটি একনেকে অনুমোদন হয়েছিল ২০১৫ সালের ৯ জুন। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৭৩ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা। পাঁচ দফা সময় বাড়ায় ব্যয়ও বেড়ে দাঁড়ায় ৯৪ কোটি টাকায়। রাজশাহী গণপূর্ত বিভাগ-১ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
গণপূর্ত বিভাগের একটি সূত্র জানায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৬৬ একর জমির মধ্যে ২৪ একর জমিতে কারা প্রশিক্ষণ কেন্দ্রটি করা হয়েছে। প্রকল্পের আওতায় তিনতলা এমআই ভবন, পুরুষ ও নারীদের জন্য প্রশিক্ষণ ব্যারাক, প্যারেড গ্রাউন্ড, কোয়ার্টার ও ৫ হাজার ৯৯২ বর্গফুটের একাডেমিক ও প্রশাসনিক ভবনের সঙ্গে নতুন করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, রেইন ওয়াটার হার্ভেস্টিং প্ল্যান্ট, এমআই ভবনে নতুন করে দুটি ফ্লোর সংযোজন, ডাইনিং কাম কিচেনসহ এসি ও লিফট রয়েছে।
কারা অধিদপ্তরের রাজশাহী বিভাগের ডিআইজি প্রিজন্স কামাল হোসেন জানান, কারা অধিদপ্তরে নতুন নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের কারাগারের সার্বিক নিরাপত্তা বিধান, সুশৃঙ্খল আচরণ, বন্দিদের প্রতি মানবিক আচরণ, সৌজন্যবোধ ও প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে এখানে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। নতুন এই কারা প্রশিক্ষণ কেন্দ্রটি আগামী কাল উদ্বোধন হতে যাচ্ছে।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.