প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৩, ৫:৪৩ পি.এম
খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোজাম্মেল হক
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র কমিশনার পদে নিযুক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হক। ১৬ জুলাই রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ। এতে বাংলাদেশ পুলিশের ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গত বছরের ২০২২ সালে ১৬ অক্টোবর অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) হিসেবে হাইওয়ে পুলিশের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মাদ মোজাম্মেল হক। এর আগে র্যাব-৪ এর অধিনায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এই পুলিশ কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশ বিভাগে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন ডিআইজি মোজাম্মেল হক। পঞ্চগড় ও রাজশাহীতে এএসপি (সার্কেল) এবং নাটোর, রাজশাহী, কুমিল্লা ও ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়াও জয়পুরহাট, বগুড়া, নওগাঁয় ছিলেন পুলিশ সুপার হিসেবে। পরবর্তীতে মোজাম্মেল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত অবস্থায় এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পান এবং র্যাব-১৩ (রংপুর) এর অধিনায়ক হন। র্যাবে থাকাকালে ১৩ মাস সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশ নেন মোহাম্মদ মোজাম্মেল হক।
এ ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করছেন ডিআইজি মোজাম্মেল হক। তা ছাড়াও এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণ নিয়েছেন, তিনি পেশাগত জীবনের পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন মোজাম্মেল হক। অসহায়, দরিদ্র আর রোগে আক্রান্ত মানুষের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করেছেন এই পুলিশ কর্মকর্তা।
এদিকে খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞাকে ঢাকা হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল খানকে বরিশাল রেঞ্জে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রখফার সুলতানা খানমকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখাতেই উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিতে ডিআইজি) আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে এবং ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
Copyright © 2024 Nababani.com. All rights reserved.