শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার (২৭ মে) রাতে হালুয়াঘাট থানার ধারা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এ সময় চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকার আজিজুজ্জামান খানের ছেলে কামরুজ্জামান খান বাবুল (৫২) ও আ: ছামাদ এর ছেলে আনোয়ার হোসেন (৩০)।
এবিষয়ে ওসি শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহামেদ ভূইয়া’র নির্দেশে ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে হালুয়াঘাট থানার ধারা বাজারে চোরাকারবারির মাধ্যমে অবৈধ ভাবে আনা ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও দুই জনকে আটক করে।এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয় এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।